এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি

আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়; প্রতিবারের মত এবারও ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায় সমাপনীর এই পাবলিক পরীক্ষা। ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।এতদিন পরীক্ষার শুরুতে সৃজনশীল/রচনামূলক এবং পরে এমসিকিউ অংশের উত্তর দিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা শুরুর পরপরই এমসিকিউ প্রশ্নের প্যাকেট খুলে তার সমাধান করে কিছু শিক্ষক শিক্ষার্থীদের উত্তর জানিয়ে দিচ্ছিলেন বলে প্রমাণ পান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।পরীক্ষা শুরুর পর এমসিকিউ প্রশ্ন কেন্দ্রের বাইরে পাঠিয়ে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের উত্তর জানিয়ে দেয়ারও প্রমাণ পান তারা। এর পরই পরীক্ষায় এ পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়।

এমসিকিউ এবং সৃজনশীল/রচনামূলক পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে।

সূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। ৯ থেকে ১৪ মার্চ হবে ব্যবহারিক পরীক্ষা।

পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

এস.এস.সি পরীক্ষার সময়সূচী

Comments Off on এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি

Filed under Notice

জেএসসি ও জেডিসি পরীক্ষার সূচি

 

অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর শুরু হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা, শেষ হবে ১৮ নভেম্বর। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়।

জেএসসি

1

‎01-‎Nov-‎15

বাংলা প্রথম পত্র

2

‎02-‎Nov-‎15

বাংলা দ্বিতীয় পত্র

3

‎03-‎Nov-‎15

ইংরেজি প্রথম পত্র

4

‎04-‎Nov-‎15

ইংরেজি দ্বিতীয় পত্র

5

‎05-‎Nov-‎15

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

6

‎08-‎Nov-‎15

গণিত/সাধারণ গণিত

7

‎09-‎Nov-‎15

ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা,

বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা

8

‎11-‎Nov-‎15

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

9

‎12-‎Nov-‎15

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

10

‎15-‎Nov-‎15

বিজ্ঞান

11

‎16-‎Nov-‎15

কর্ম ও জীবনমুখী শিক্ষা

12

‎17-‎Nov-‎15

কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংষ্কৃত, পালি

13

‎18-‎Nov-‎15

চারু ও কারুকলা

                                                      জেডিসি

1

‎01-‎Nov-‎15

কুরআন মাজীদ ও তাজবিদ

2

‎02-‎Nov-‎15

আকাইদ ও ফিকহ

3

‎03-‎Nov-‎15

বাংলা প্রথম পত্র

4

‎04-‎Nov-‎15

বাংলা দ্বিতীয় পত্র

5

‎05-‎Nov-‎15

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

6

‎08-‎Nov-‎15

ইংরেজি প্রথম পত্র

7

‎09-‎Nov-‎15

ইংরেজি দ্বিতীয় পত্র

8

‎11-‎Nov-‎15

আরবি প্রথম পত্র

9

‎12-‎Nov-‎15

নভেম্বর আরবি দ্বিতীয় পত্র

10

‎14-‎Nov-‎15

গণিত

11

‎15-‎Nov-‎15

কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

12

‎16-‎Nov-‎15

সামাজিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

13

‎17-‎Nov-‎15

সাধারণ বিজ্ঞান (শুধু অনিয়মিত), বিজ্ঞান, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত)

14

‎18-‎Nov-‎15

কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) ও গার্হস্থ্য বিজ্ঞান

 

Comments Off on জেএসসি ও জেডিসি পরীক্ষার সূচি

Filed under school News

কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৪ সম্পন্ন

পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ

কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক জনাব মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ রম্নহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী  জনাব সমীর রজত কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সেলিম উদ্দিন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকজনাব মোঃ নুরম্নল হক। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরম্ন হয় ১৬ জানুয়ারী। ২০ জানুয়ারী থেকে চুড়ামত্ম বাছাই করা হয়। ২৩ জানুয়ারী জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে-প্রাতঃ শাখার ছাত্রী খাদিজা তাসনীম নিশাত। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রম্নহুল আমিন মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জ্বলমত্ম মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে বিদ্যালযের সেরা ক্রীড়াবিদ মেহজাবিন তাবাস্সুম নাদিয়া।

প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সুষ্ঠু ও সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ, অভিভাবক-অভিভাবিকাদের ব্যাপক উপস্থিতি এবং সর্বোপরি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অভিনব উপস্থাপনের জন্য চমৎকৃত হন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরআবারো মনে করিয়ে দেন প্রতিযোগিতায় জয় -পরাজয় নয় অংশগ্রহণই বড় কথা। তিনি বলেন- একজন শিক্ষার্থীর সঠিকভাবে বেড়ে উঠার জন্য পাঠক্রমিক কার্যাবলীর  পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীর কোন বিকল্প নেই। অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। হাউজভিত্তিক এই প্রতিযোগিতায় ইনানী হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক আহবায়কের দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব মোঃ আবু তৈয়ব ও জনাব মোঃ ইকবাল ফারুক।

প্রতিযোগিতা শুরম্নর প্রাক্কালে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা মাসুদা মোর্শেদা আইভির পিতা কক্সবাজার সরকারী কলেজের সাবেক স্বনামধন্য শিক্ষক অধ্যাপক জসিসুল হক সরকারের মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।

                                                                              Signature(মোঃ নাছির উদ্দিন)

প্রধান শিশিক্ষক (ভারপ্রাপ্ত)

    কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

Comments Off on

Filed under Uncategorized